নিয়মিত আদালত চালুর দাবিতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

অনলাইনে ভার্চ্যুয়াল কোর্ট নয়, সশরীরে অ্যাকচুয়াল কোর্ট চান কুমিল্লার আইনজীবীরা। বিচার বিভাগ, আইনজীবী ও বিচার প্রার্থীদের সুবিধার্থে অবিলম্বে ভার্চ্যুয়াল আদালত বন্ধ করে নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছেন তারা।

সোমবার (০৭ জুন) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, সাবেক সভাপতি ইসমাইল মিয়া, খন্দকার মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সৈয়দ নুরুল রহমান, আতিকুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় বক্তরা বলেন, ভার্চ্যুয়াল আদালতের কারণে আইনজীবী সমিতির বেশির ভাগ সদস্য খুবই দুরবস্থার মধ্যে আছেন। বিচার প্রার্থীরাও ভোগান্তিতে রয়েছেন। নিয়মিত আদালত চালু না হলে আইনজীবীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, চলমান ভার্চ্যুয়াল পদ্ধতির সঙ্গে অনেক সিনিয়র ও প্রবীণ আইনজীবী নিজেদের খাপ খাওয়াতেও পারছেন না। যার ফলে তারা মানবেতর দিন কাটাচ্ছেন। করোনা পরিস্থিতিতে বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে এবং আইনজীবীদের জীবন-জীবিকা সচল করতে ভার্চ্যুয়াল আদালত পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর জোর দাবি জানান তারা।