আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ৫৮ বিচারক

অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ৫৮ যুগ্ম জেলা ও দায়রা জজ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে রোববার (২০ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের দ্বিতীয় গ্রেড পাবেন পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা। পদোন্নতির পর তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া বিচারকদের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, দফতর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ জুন এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখ বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।