সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

চট্রগ্রাম বারের স্বাভাবিক কার্যক্রমে প্রশাসনের অনাকাঙ্খিত হস্তক্ষেপে প্রতিবাদ ও সংহতি প্রকাশ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (চট্টগ্রাম বার) স্বাভাবিক কার্যক্রমে জেলা প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছে সুপ্রিম কোর্ট বার।

বিবৃতিতে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ১২৮ বছরের ঐতিহ্যবাহী একটি পেশাজীবী সংগঠন। দেশে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় আইনজীবীগণ অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আর এ দায়িত্ব পালনে স্থানীয় প্রশাসনসহ সবাই সার্বিক সহযোগিতা করবেন এমনটাই কামনা করছি।