ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী

লৌকিকতার নয়, সমান অধিকারের উৎসব হোক কন্যা দিবস!

কন্যা দিবসে, শুধুই লৌকিকতার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যাদের ছবি দিয়ে দায়িত্ব যেনো শেষ না করি!

কন্যাদের যেনো বলি, শক্তি; সামর্থ্য; সক্ষমতা; মেধা; বুদ্ধি; যোগ্যতা; যাই একজন পুত্রের আছে, তোমার মধ্যে তার এক বিন্দুও কমতি নেই। আর লজ্জার প্রশ্নে একই! যেটুকু লজ্জায় পুরুষ লজ্জিত হয়, তার চেয়ে বেশি লজ্জার কিছু তুমি ধারণ করোনা।

তাকে সচেতন যেনো করে দেই, পুরুষতন্ত্র আমাদের সমাজে বোঝা হয়ে আছে। এই বোঝা নিরসনের দায়িত্ব সবার। তোমার-আমার, আমাদের পরবর্তী প্রজন্মেরও। দায়িত্ব নিয়ে নারী-পুরুষের সমান অধিকারের পৃথিবী আমাদের গড়তে হবে। এই শিক্ষাটি যেনো দিতে না ভুলি।

লৌকিকতার নয়, সমান অধিকারের উৎসব হোক কন্যা দিবস! 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ফেইসবুক ওয়াল থেকে মন্তব্যটি সংগ্রহ।