সম্পদের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় এসআই জলিলের ৬ বছর কারাদণ্ড
প্রতীকী-ছবি

অঙ্গ কেটে বিচ্ছিন্ন : কক্সবাজারে এক ব্যক্তিকে ৪০ বছরের সাজা

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার বিকালে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শামসুল আলম (৩৮) জেলার টেকনাফ উপজেলার খোন্দকার পাড়ার জহির আহম্মদের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি ফরিদুল আলম মামলার নথির বরাতে জানান, বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ১২ ডিসেম্বর শাশুড়ি হালিমা বেগম ও শ্যালিকা রমিজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে শামসুল আলম কুপিয়ে আহত করেন।এতে রহিজা বেগমের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম মারা যান।

ঘটনার পরদিন নিহত হালিমা বেগমের স্বামী আব্দুল গফুর বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ৭ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পিপি বলেন, ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে হত্যার দায়ে ৩০ বছর এবং কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার দায়ে ১০ বছর কারাদণ্ডাদেশ দেয়।