বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন

১৪তম বিজেএস: লিখিত পরীক্ষায় বিশেষ পরিদর্শক ৮ বিচার বিভাগীয় কর্মকর্তা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চতুর্দশ সহকারী জজ নিয়োগের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় বিশেষ পরিদর্শক হিসেবে আটজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর নিশ্চিতকরণের জন্য নিয়মিত পরিদর্শকের পাশাপাশি বিশেষ পরিদর্শক হিসেবে এই ৮ কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।

এছাড়া ওই আট কর্মকর্তার মধ্যে দুজন কর্মকর্তাকে পরীক্ষা চলাকালে ফৌজদারি কার্যবিধি -১৮৯৮ এ বর্ণিত সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অনুসারে বিচার কার্য পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিশেষ পরিদর্শকদের বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন। আর লিখিত পরীক্ষার আসন বিন্যাস দেখতে লিংকে ক্লিক করুন।

প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৪তম সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ১৪তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পরীক্ষায় ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।