সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে হচ্ছে নতুন আইন, থাকছে জেল-জরিমানার বিধান

সঞ্চয়পত্র ক্রয়ের বিষয়ে নতুন আইন করছে সরকার। সঞ্চয়পত্র কেনার সময় মিথ্যা তথ্য দেয়া হলে হতে পারে জেল-জরিমানা।

সম্প্রতি আইনটি পাস করার জন্য সংসদের চলতি অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ‘সরকারি ঋণ বিল-২০২১’ উত্থাপন করেন।

পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে পাঠানোর জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বা অন্য কোনো ব্যক্তির পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় সার্টিফিকেট কেনার জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ছয় মাস জেল অথবা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন করা হয়।