প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন

কর আইনজীবীরা অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করে: অ্যাটর্নি জেনারেল

দেশের অর্থনীতিতে কর আইনজীবীরা চালিকাশক্তি হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

চট্টগ্রামে সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত নবীনবরণ ও ২০২২ সালে কর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত ২ ডিসেম্বর রাাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোহাম্মদ মুজিবুল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মো. এনায়েতউল্লাহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের আহব্বায়ক এডভোকেট এএইচএম জিয়াউদ্দীন, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. মেজবাহ উদ্দীন।

প্রার্থী পরিচিতি তুলে ধরেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০২২ সালে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মো. নুর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ ইফতেখার।

কর আইননজীবী এড. শাহাদাত হোসেন, হাসান মিয়া ও ইফতেখার উদ্দীন রাসেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইদ্রিস, আবদুল মালেক, এড. মো. ইলিয়াছ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এ কে এম সিরাজুল ইসলাম, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. আবু মোহাম্মদ হাশেম, এড. মনতোষ বড়ুয়া, এড. অশোক কুমার, এড. আবদুর রশিদ, এড. মো. আইয়ুব।

উপস্থিত ছিলেন নির্বাচনে সমন্বয় পরিষদ থেকে মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, এড. আনিস ইফতেখার, মো. হুমায়ুন কবির, মো. আজমল হক মামুন, মো. আকবর হোসাইন মিলাদ, মো. আবদুল আলিম চৌধুরী, মো. আজিজুর রহমান, মো. দিদারুল আলম আকাশ, মো. মামুনুর রশিদ, মো. মতিউর রহমান সাজ্জাদ, মোজাফফর হোসেন রাহাত, নিখিল কান্তি দাশ, সুকান্ত দত্ত, জাবেদ আহমদ প্রমুখ।