আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Rape: এর অর্ধ নারী ধর্ষণ

আবদুল হামিদ: দণ্ড বিধির ৩৭৫ ধারা অনুসারে, ‘যে ব্যক্তি অতঃপর ব্যতিক্রান্তক্ষেত্র ব্যতিরেকে নিম্নোক্ত পাঁচ প্রকার বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো নারীর সহিত যৌন সহবাস করে, সেই ব্যক্তি নারী ধর্ষণ করে বলিয়া গণ্য হইবে।’

১. তাহার ইচ্ছার বিরুদ্ধে।

২. তাহার সম্মতি ব্যতিরেকে।

৩. তাহার সম্মতিক্রমে যে ক্ষেত্রে তাহাকে মৃত্যু বা আঘাতের ভয় প্রদর্শন করিয়া তাহার সম্মতি আদায় করা হয়।

৪. তাহার সম্মতিক্রমে যে ক্ষেত্রে লোকটি জানে যে, সে তাহার স্বামী নহে এবং (নারীটি) এঈ বিশ্বাসে সম্মতি দান করে যে সে (পুরুষটি) এমন লোক যাহার সহিত সে আইনানুগভাবে বিবাহিত অথবা সে নিজেকে তাহার সহিত আইনানুগভাবে বিবাহিত বলিয়া বিশ্বাস করে।

৫. তাহার সম্মতি সহকারে বা ব্যতিরেকে, যে ক্ষেত্রে সে চৌদ্দ বৎসরের কম বয়স্ক হয়।

ব্যাখ্যা: অনুপ্রবেশই নারী ধর্ষণের অপরাধ রূপে গণ্য হওয়ার যোগ্য যৌন সহবাস অনুষ্ঠানের নিমিত্ত যথেষ্ট বিবেচিত হইবে।

ব্যতিক্রম: কোনো পুরুষ কর্তৃক তাহার স্ত্রীর সহিত যৌন সহবাস স্ত্রীর বয়স তের বৎসরের কম না হইলে নারী ধর্ষণ বলিয়া গণ্য হইবে না।

লেখক: জেলা ও দায়রা জজ।

(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)