নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন (ফাইল ছবি)
নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন (ফাইল ছবি)

অ্যাটর্নি জেনারেল করোনামুক্ত

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন করোনামুক্ত হয়েছেন। আগামী সপ্তাহ থেকে আদালতের কার্যক্রমে অংশ নেবেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল নিজেই গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৩ জানুয়ারি) করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার (৩০ জানুয়ারি) থেকে আদালতের কার্যক্রমে অংশ নেব।

এর আগে গত ১৬ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।