সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, অফিস সহকারীর ড্রয়ারে মিলল ৩ লাখ টাকা
সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, অফিস সহকারীর ড্রয়ারে মিলল ৩ লাখ টাকা

সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, অফিস সহকারীর ড্রয়ারে মিলল ৩ লাখ টাকা

কুষ্টিয়ার জেলার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে জমির দলিলের নকল প্রদানে ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালিত অভিযানে ঘুষের টাকাসহ অফিস সহকারীকে হাতেনাতে ধরা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে তিন লক্ষ এক হাজার দুইশত টাকা উদ্ধার করেছে দুদক টিম।

কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে বুধবার (২৬ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানকালে দুদক টিম তল্লাশি করে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার (৪৯) এর ড্রয়ার থেকে তিন লক্ষ এক হাজার দুইশত টাকা উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা/রেকর্ডপত্র দিতে অসমর্থ হন।

খোঁজ নিয়ে দুদক টিম জানতে পারে বুধবার উক্ত সাব-রেজিস্ট্রার অফিসে মোট ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য জমা পড়েছ। তবে, বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসে নগদে কোন ধরনের ফি/টাকা নেওয়ার বিধান নাই। দলিল রেজিস্ট্রেশনের ফি পে-আর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। তাই প্রাথমিকভাবে উদ্ধারকৃত অব্যাখ্যায়িত টাকা ঘুষের অর্থ বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়।

আরও জানা যায়, কুষ্টিয়ায় দৌলতপুরের সাব-রেজিস্টার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সুব্রত কুমার সিংহ; যার মূল পোস্টিং কুষ্টিয়ার সদরের সাব-রেজিস্ট্রার অফিসে। অর্থ উদ্ধারের ব্যপারে দুদক টিম মামলা দায়েরর সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগ সংশ্লিষ্ট জান্নাতুল আক্তার (৪৯)-কে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।