দেশের সব আদালতের ভেতরে বাইরে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (ফাইল ছবি)

কাল থেকে বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি

গত সপ্তাহে করোনা মুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামীকাল থেকে বিচারিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন তিনি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের (৩০ জানুয়ারি) জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় প্রধান বিচারপতির নাম রয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত ১৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এরপর গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

প্রসঙ্গত, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন।

আদালতের কার্যক্রমে ফিরছেন অ্যাটর্নি জেনারেলও

গত সপ্তাহে করোনামুক্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনও। গত ২৫ জানুয়ারি তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সেদিন অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, রোববার (২৩ জানুয়ারি) করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার (৩০ জানুয়ারি) থেকে আদালতের কার্যক্রমে অংশ নেব।

এর আগে গত ১৬ জানুয়ারি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।