বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

চতুর্দশ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৩৭

চতুর্দশ সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৬৩৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত ১৪শ বিজেএস পরীক্ষা, ২০২১ এর লিখিত পরীক্ষায় ৬৩৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোল নম্বরের ক্রমানুসারে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা দেখতে বিজ্ঞপ্তি ক্লিক করুন।

একইসঙ্গে উত্তীর্ণ পরীক্ষার্থীগণের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) ও পত্রিকায় প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৪তম সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ১৪তম সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পরীক্ষায় ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।