আইনজীবী পরিচয়ে ৩০ বছর প্রতারণা, অবশেষে আটক
আটক টাউট (ইনসেটে)

আইনজীবী পরিচয়ে ৩০ বছর প্রতারণা, অবশেষে আটক

দীর্ঘ ৩০ বছর আইনজীবী পরিচয়ে প্রতারণা করে আসা এক টাউটকে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আটক করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের টাউট উচ্ছেদ অভিযানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে রোববার (২৪ এপ্রিল) তাকে আটক করা হয়।

সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ওই ব্যক্তি আইনজীবী না হয়েও আইনজীবী পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। ওকালতনামায় জাল স্বাক্ষর করে ৩০ বছর ধরে মামলা পরিচালনা করছিলেন।

অ্যাডভোকেট সুফিয়ান বলেন, অবশেষে সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আদালত অঙ্গনে আইনজীবী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদকে সহযোগিতা করার জন্য সমিতির সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।