অবকাশে হাইকোর্টের বিচারকাজ পরিচালনায় ৬ বেঞ্চ গঠন
সুপ্রিম কোর্ট

কজলিস্ট সংগ্রহে বারের মেম্বারশীপ নম্বর বেঞ্চ শাখায় জমা দিতে হবে আইনজীবীদের

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) বরাদ্দপ্রাপ্ত আইনজীবীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারশীপ নম্বর বেঞ্চ শাখায় সরবরাহ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীদের আগামী ২৩ জুনের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নম্বর সরবরাহ করে কজলিস্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা একে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

হাইকোর্টের প্রশাসন ও বিচার শখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) বেঞ্চ শাখা হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত বরাদ্দপ্রাপ্ত আইনজীবীগণ তাদের নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করে থাকেন। কিন্তু এই বরাদ্দপ্রাপ্ত আইনজীবীগণের মধ্যে কিছু সংখ্যক আইনজীবীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারশীপ নম্বর বেঞ্চ শাখায় সংরক্ষিত থাকলেও, অবশিষ্ট আইনজীবীগণের মেম্বারশীপ নম্বর সংরক্ষিত নেই। উক্ত মেম্বারশীপ নম্বর প্রদানের জন্য বারবার আইনজীবীদের প্রতিনিধিদের মাধ্যমে জানানো হলেও তা সরবরাহ করা হয়নি। ফলে সুষ্ঠুভাবে কজলিস্ট বিতরণ ব্যাহত হচ্ছে।’

‘এমতাবস্থায়, আগামী ২৩/০৬/২০২২ খ্রি: তারিখের মধ্যে বরাদ্দপ্রাপ্ত আইনজীবীদের মধ্যে যাদের মেম্বারশীপ নম্বর বেঞ্চ শাখায় সরবরাহ করা হয়নি তাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মেম্বারশীপ নম্বর বেঞ্চ শাখায় প্রদানপূর্বক কজলিস্ট সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’