অ্যাডভোকেটশীপ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
বাংলাদেশ বার কাউন্সিল

হাইকোর্ট পারমিশন: মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ জুন থেকে ভাইবা পরীক্ষা শুরু হবে বলে সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বন্যা এলাকার কোন প্রার্থী অংশ নিতে না পারলে পরবর্তীতে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার (২১ জুন) সংস্থার ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর রহমানের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের আগামী ২৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্ধারিত পোশাক বিধি (ড্রেস কোড) অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি বার কাউন্সিল সনদ, প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ, নম্বরপত্র ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

রোল নাম্বার অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় জানতে বিজ্ঞপ্তি ক্লিক করুন

এদিকে বন্যা কবলিত এলাকার প্রার্থীদের বিষয়ে পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ তারিখ থেকে অনুস্থিতব্য বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষায় বন্যা কবলিত এলাকার কোনো প্রার্থী অংশগ্রহণ করতে অপারগ হলে তার/তাদের মৌখিক পরীক্ষা আসন্ন ঈদুল আযহা’র পর গ্রহণ করা হবে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ২ হাজার ৬২৭ জন উত্তীর্ণ হন।