মহানবীকে নিয়ে কটূক্তি: আইনজীবীর সদস্যপদ স্থগিত, মামলার আবেদন
অ্যাডভোকেট সাইফুর রেজা (ডানে)। ছবি: সংগৃহীত

মহানবীকে কটূক্তি: সাইফুর রেজার আইনজীবী সনদ বাতিলের দাবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স:) ও তাঁর পরিবার নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে অ্যাডভোকেট সাইফুর রেজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আইনজীবীরা। একইসঙ্গে সাইফুর রেজার বার কাউন্সিলের আইনজীবী সনদ বাতিলেরও দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।

মিছিল শেষে আইনজীবীরা সমিতির সভাপতির রুমের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, অবিলম্বে সাইফুর রেজাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় সাইফুর রেজার বার কাউন্সিলের আইনজীবী সনদ বাতিলেরও দাবি জানান তারা।

অ্যাডভোকেট আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সুপ্রিম কোর্টের সম্পাদক আবদুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আওসাফুর রহমান বুলু, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন, অ্যাডভোকেট অজি উল্লাহ, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট সুলতান আহমেদ, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট মাইন উদ্দিন ফারুকী, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নজরুল, জাহাঙ্গীর আহমদ, ব্যারিস্টার সাদেক আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে গত ১৫ জুন মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়। জরুরি সভা ডেকে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এছাড়া মহানবীকে নিয়ে আইনজীবী সাইফুর রেজার এমন আপত্তিকর মন্তব্যে উত্তাল হয়ে উঠে সুপ্রিম কোর্ট। বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি সাইফুর রেজার কক্ষে চেয়ার-টেবিল ও বই রাখার তাক ভাঙচুর করেন।

এদিকে এ ঘটনায় গত ১৬ জুন অ্যাডভোকেট সাইফুর রেজার ঢাকা আইনজীবী সমিতির সদস্যপদও স্থগিত করা হয়। সেই সাথে সাইফুর রেজার এমন মন্তব্যের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ।