বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল (ইনসেটে)

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আলালকে বিদেশ গমনে বিঘ্ন সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক আবেদন শুনানি নিয়ে আজ রোববার (২৬ জুন) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতা আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

এর আগে গত ১২ জুন অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারত গমনকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকেই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ ধরনের আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেন।