পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসনের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ৪র্থ ব্যাচের গেটটুগেদার
পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসনের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ৪র্থ ব্যাচের গেটটুগেদার

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসনের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ৪র্থ ব্যাচের গেটটুগেদার

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত গেটটুগেদার সম্পন্ন হয়েছে। আয়োজনটি ইমিডিয়েট জুনিয়র ৫ম ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে করা হয়।

শুক্রবার(৫ আগস্ট) সকাল থেকে সারাদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনের মধ্যে অনুষ্ঠানের শেষ হয়। আয়োজনের মধ্যে ছিলো- ক্যাম্পাসের নির্দিষ্ট একটি স্থানে সবাই একত্রিত হয়ে রান্না করে খাওয়া দাওয়া, ফটোসেশান, গান, গল্প, হাসি, আড্ডা ও ঘুরাঘুরি। এতে করে দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো গভীর হয়েছে।

আয়োজন নিয়ে ৪র্থ ব্যাচের ক্লাস প্রতিনিধি বাঁধন ৫ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করেছি তোদের একটা সুন্দর দিন উপহার দিতে। জানি না কতটুক পেরেছি, তবে সবাই মিলে সময়টা উপভোগ করেছি। আশা করি তোরাও এই প্রচলনটা ধরে রাখবি, আর তোদের জুনিয়রদের সাথে আরো ভালোভাবে গেট টুগেদারের আয়োজন করবি।

গেটটুগেদারের আয়োজনে দুই ব্যাচের শিক্ষার্থীদের অনেক প্রাণবন্ত ও আনন্দমুখর থাকতে দেখা যায়। সাধারণত ক্যাম্পাসে জুনিয়ররা সিনিয়রদের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে। এই ধরনের আয়োজনের ফলে সেগুলোর অবসান হয় ও জুনিয়ররা সিনিয়রদের সাথে ভালোভাবে মেশার সুযোগ পান।