আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Trespass: এর অর্থ অনধিকার প্রবেশ

আবদুল হামিদ: অনধিকার প্রবেশ বলিতে অবৈধভাবে আইন দ্বারা নির্ধারিত সীমানার বাহিরে গমন করা বুঝায়।

অনধিকার প্রবেশ দুই ধরনের হইতে পারে। যথা: ব্যক্তির উপর অনধিকার প্রবেশ এবং সম্পত্তির উপর অনধিকার প্রবেশ।

কোনো ব্যক্তির নিরাপত্তা ও স্বাধীনতাজনিত অধিকার লংঘন করা হইলে তাহা ব্যক্তির প্রতি অধিকার প্রবেশ বলিয়া গণ্য হয়। কোনো ব্যক্তির বৈধ মালিকাধীন সম্পত্তির উপর কেহ অবৈধভাবে হস্তক্ষেপ করিলে তাহা সম্পত্তির উপর অনধিকার প্রবেশ বলিয়া গণ্য হইবে।

দণ্ডবিধির ৪৪৭ ধারা হইতে ৪৬০ ধারা পর্যন্ত অনধিকার প্রবেশের শান্তি সম্পর্কে বলা হইয়াছে। ৪৪৭ ধারায় বলা হইয়াছে যে, যে ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ তিন মাস পর্যন্ত হইতে পারে বা অর্থ দণ্ড যাহার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হইতে পারে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে।

লেখক: জেলা ও দায়রা জজ।

(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)