আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Supreme Court: সুপ্রিম কোর্ট

আবদুল হামিদ: বাংলাদেশ সংধিানের ৯৪ নং অনুচ্ছেদে বলা হইয়াছে যে,

১.  বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে।

২.  প্রধান বিচারপতি (যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন) এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজনবোধ করিবেন, সেই রূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে।

৩.  প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারগণের কেবল উক্ত বিভাগের এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন।

লেখক: জেলা ও দায়রা জজ