জেলা আইনজীবী সমিতি, খুলনা

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের-২০২০ ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সমিতির মধ্যম ভবনের দ্বিতীয় তলায় শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম মহসীন। অপর দুইজন সদস্য হলেন- অ্যাডভোকেট মো. লিয়াকত আলী মোল্লা ও অ্যাডভোকেট আক্তার জাহান রুকু।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম মহসীন বলেন, শান্তিপূর্ণভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রের পরিবেশ বজায় রাখতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, খুলনা জেলা আইনজীবী সমিতির মধ্যম ভবনের দ্বিতীয় তলায় ১ হাজার ৩৯১ জন আইনজীবী ভোটার তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করছেন। বরাবরের মতো এবারও দু’টি প্যানেলে ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদের ব্যানারে দু’টি প্যানেলের প্রার্থীরা এ নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কে এম ইকবাল হোসেন, সহ-সভাপতি পদে কৃষ্ণ কুমার দত্ত ও শাহানারা ফেরদৌসী, যুগ্ম সম্পাদক পদে এ কে এম আবু নিক্সন, সম্পাদক পাঠাগার পদে শেখ আশরাফ আলী (পাপ্পু), সম্পাদক সাহিত্য ও সাংস্কৃতিক পদে আনোয়ারা মমতাজ (আন্না), সাতটি সদস্য পদে মো. আমিরুল ইসলাম মুকুল, আলমগীর বিশ্বাস, মো. আইউব হোসেন, উল্লাস কর বৈরাগী, ইন্দ্রজিত শীল, মোছা. শাম্মি আকতার ও শেখ আবু বক্কার সিদ্দিক (নাঈম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ মনোনীত প্যানেলে সভাপতি প্রার্থী সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান (নান্নু), সহ-সভাপতি পদে মো. মোশারফ হোসেন ও মো. আওছাফুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. ফরহাদ আব্বাস, সম্পাদক পাঠাগার পদে সেখ মো. মঈনউদ্দীন (মারুফ), সম্পাদক সাহিত্য ও সাংস্কৃতিক পদে খান মো. লিয়াকত আলী, সদস্য পদে আসাদ আলী সরকার, এ কে বাসার, রুবাইয়া মাহরু, এসকেন্দার আলী, মো. জামাল উদ্দিন শেখ, মো. আব্দুল মাজেদ ও মো. শামিম হাসান।

ভোট দিতে আসা এক আইনজীবী বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোট শুরুর আগে থেকেই ভোটারদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।