নৌ-পরিবহন অধিদফতরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান

ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক শিপ সার্ভেয়ার

দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌ-পরিবহন অধিদফতরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল থেকে তাকে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন দুদক পরিচালক আক্তার হোসেন।

দুদক জানায়, খাদিজাতুল কোবরা নামে একটি জাহাজের সার্ভে ও ফিটনেস পরীক্ষার নামে তিন লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন সাইফুর। আজ ওই জাহাজের কর্তৃপক্ষ মতিঝিলে তাকে দুই লাখ টাকা দিতে গেলে দুদকের কাছে হাতেনাতে আটক হন তিনি। আটকের পর সাইফুরকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।