চট্টগ্রাম আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

দেশের দ্বিতীয় বৃহত্তম বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ১৮’ এর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে কার্যকরী পরিষদ ১৭’ বিদায়ী কমিটি।

আজ বুধবার (১৪ নভেম্বর) বিকাল তিনটায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি।

সদ্য বিদায়ী কার্যকরী কমিটি১৭’এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফের নিকট হতে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন এবং সদ্য বিদায়ী কার্যকরী কমিটি১৭’এর সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায় এর নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত কার্যকরী কমিটি’১৮ এর সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য বিদায়ী কমিটির সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী।

এরপর নবনির্বাচিত কমিটির সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন খোকন এর সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আবু হানিফ, সভাপতি রতন কুমার রায় এবং নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ ২০১৮ সালের কমিটিততে সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুলব চৌধুরী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী।

এ ছাড়া সিনিয়র সহ–সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ ছুরত জামাল, সহ–সভাপতি পদে অ্যাডভোকেট মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল করিম এরফান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট হাসনা হেনা, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. অ্যাডভোকেট রাশেদুল আজম রাশেদ।

নির্বাহী সদস্যের ১০টি পদে অ্যাডভোকেট মো. লোকমান, মোহাম্মদ ইয়াছিন, অ্যাডভোকেট মুহাম্মদ আকিব চৌধুরী, অ্যাডভোকেট এইচএস সোহরাওোয়ার্দী, অ্যাডভোকেট মোহাম্মদ এহছানুল হক,অ্যাডভোকেট মো. এনামুল হক, অ্যাডভোকেট মো. হাসান কায়েস, অ্যাডভোকেট ইয়াসিন মাহমুদ তানজিল, অ্যাডভোকেট ফারহানা রবিউল লিজা এবং অ্যাডভোকেট সেলিনা আক্তার।

রায়হান ওয়াজেদ চৌধুরী/চট্টগ্রাম প্রতিনিধি