অ্যাডভোকেটশীপ পরীক্ষা পর্যবেক্ষণে থাকবেন ৩৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য পরীক্ষা কেন্দ্রসমূহে ৩৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ বার কাউন্সিলের আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রের বাহিরে ও ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন ৩৪ জন ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের নাম অনুযায়ী মনোনীত ম্যাজিস্ট্রেটদের তালিকা দেখতে বিজ্ঞপ্তি ক্লিক করুন।