‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে ভোট দিলাম’- ব্যালট পেপারে লেখা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪ টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, কোষাধক্ষ্যসহ ১০টি পদে জিতেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। সুপ্রিম কোর্টের নির্বাচন দেশের অন্য নির্বাচনের চেয়ে ব্যতিক্রম। কারচুপির কোন অভিযোগ, এজেন্ট বের করে দেয়া, ব্যলট পেপার ছিনতায়ের কোন অভিযোগ থাকেনা। তবে উত্তাপ থাকে প্রখর। কারণ সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ন্ত্রণটা বড় দুইদলের জন্য চ্যালেঞ্জ। দশবছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সুপ্রিম কোর্ট বারকে অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করেছে বিএনপি সমর্থিতরা। তবে এ নির্বাচনে দলীয় এজেন্ডা খুব একটা কাজ হয়না। দেশে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, সবশেষে আইনজীবীদের স্বার্থটা ভোটে নিয়ামক হয়ে থাকে। এছাড়া আরেকটা জিনিস প্রার্থী কোন জেলা বা বিভাগের এটাও বারের ভোটে প্রভাব ফেলে।

সর্বশেষ এক সত্যি ঘটনা বলে শেষ করছি-[হল রুম-১] সুপ্রিম কোর্ট বার নির্বাচনে এক বিজ্ঞ আইনজীবী কাউকে ভোট না দিয়ে তার ব্যালট পেপারে লিখেছেন, “প্রধান বিচারপতি এস কে সিনহা’কে ভোট দিলাম।” সমস্বরে বিকট হাসির রোল! অতঃপর প্রধান নির্বাচন কমিশনার ভোটটি বাতিল করেন। আইনজীবীরা পারেনও বটে!

আফজাল হোসেন, সময় টিভির আদালত প্রতিনিধির ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহ।