ছবি- প্রতীকী

নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়ায় হাইকোর্টে রিট

প্রধান বিচারপতির পদ শূন্য থাকার পরও এই পদে নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

পরে ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে জানান, ১৯৭২ সালের পর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে দেশের আইনজীবীদের মধ্য থেকে আপিল বিভাগের বা প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির পদ শূন্য রয়েছে। তাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছি।

আগামী রোববার (৭ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলেও জানান রিটকারী আইনজীবী।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ পত্র জমা দেবার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম