রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন মাহবুবুল হক (৪৫) নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি আহত হয়েছেন।
আজ রোববার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহত মাহবুবুল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির পশ্চিম বিভাগে কর্মরত। পরিবার নিয়ে শাহজাহানপুর গুলবাগে থাকেন তিনি।
আহতের সহকর্মী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফুয়াদ আহমেদ গণমাধ্যমকে জানান, রাতে বিভিন্ন জায়গায় অভিযান শেষে ভোরে মিন্টু রোডের অফিসে ফেরেন পুলিশ কর্মকর্তা মাহবুবল হক।
এরপর রিকশা করে বাসায় ফিরছিলেন তিনি। ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাত ফেরাতে গিয়ে তার ডান হাতের আঙ্গুল কেটে গেছে বলে জানান এএসআই ফুয়াদ।
তিনি জানান, বর্তমানে ঢামেক হাসপাতালে তার চিকিৎসা চলছে।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম