কবে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে তা রাষ্ট্রপতিই জানেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইনের সঙ্গে বৈঠক করেন।
নতুন প্রধান বিচারপতি কবে নিয়োগ দেয়া হবে- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের এইটুকু বলতে পারি যে, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির একমাত্র এখতিয়ার প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার। তিনি বলেন, ‘এটা ওনার (রাষ্ট্রপতি) দায়িত্ব, উনি এটা (নতুন প্রধান বিচারপতি নিয়োগ) কবে পালন করবেন সেটা উনিই বলতে পারেন, আমি না।’
সাবেক প্রধান বিচারপতির দুর্নীতি সরকার খতিয়ে দেখবে কি না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘আমি এ বিষয়ে আগে যা বলেছি এখনও তাই বলব। সেটা হচ্ছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’