বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আইনজীবী নেতা অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের ৮০তম জন্মদিন আজ।
আইন পেশায় ৫০ বছরেরও বেশি সময় ধরে নিয়োজিত গরিবের আইনজীবী হিসেবে খ্যাত অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি। ১৯৬৬ সালে আইনাঙ্গনে যাত্রা শুরু করে বাসেত মজুমদার গরিব-দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে আজ পর্যন্ত অবিরাম কাজ করে যাচ্ছেন। দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেছেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। দীর্ঘ পেশাজীবনে ২০ হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে আইনি সহায়তা দিয়েছেন।
সদ্য বিলুপ্ত সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাসেত মজুমদার বারবার নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলে। বর্তমানে নবগঠিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপালন করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম