কক্সবাজারে যাঁরা জেলা জজের দায়িত্ব পালন করেছেন
বিচারক (ছবি - প্রতীকী)

২৭৪ বিচারককে বদলি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৭৪ সিনিয়র সহকারী ও সহকারী বিচারক (আইন কর্মকর্তা ও জজ) বদলি করেছে আইন মন্ত্রণালয়।

আইন ও বিচার বিভাগ থেকে গতকাল সোমবার (১ অক্টোবর) এ বদলির আদেশ জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল আনা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিশাল সংখ্যক আইন কর্মকর্তার একইসঙ্গে এ বদলির আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মাহাবুবার রহমান সরকার।

আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বুধবারের (৩ অক্টোবর) মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যারা কোনো ধরনের প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।

এর আগে গত রোববার জেলা জজ এবং সমমর্যাদার ৮ বিচারক পদে রদবদল আনা হয়েছিল।

বদলি করা বিচারকদের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন