তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের দুপুরে পদত্যাগ, বিকেলে প্রত্যাহার

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০১৮ ৮:০১ অপরাহ্ণ
বাংলাদেশের উচ্চ আদালত

পদোন্নতি না দেওয়ার অভিযোগ এনে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার তা প্রত্যাহার করে নিয়েছেন তিন সহকারী অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেল সাড়ে ৪টায় এই পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন এ আর এম হাসানুজ্জামান উজ্জ্বল, গাজী মো. মামনুর রশীদ ও জাহাঙ্গীর আলম।

এর আগে আজ দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিন সহকারী অ্যাটর্নি জেনারেল।

দীর্ঘদিন ধরেই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করছেন এই তিনজন। সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে এবং নতুন করে ৩৪ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। কিন্তু এ নিয়োগে পদোন্নতি না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন।