আমিও একসময় সাংবাদিক ছিলাম: প্রধান বিচারপতি

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ৪:৫৯ অপরাহ্ণ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমিও একসময় সাংবাদিক ছিলাম। সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা ভালো দিক।’

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান বিচারপতির চেম্বারে তার সঙ্গে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সদস্যদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বিনিময়কালে কয়েকজন নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, ‘সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা ভালো দিক।’

সাক্ষাৎকালে প্রধান বিচারপতির খাস কামরায় এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ল’রিপোর্টার্স ফোরামের নেতারা তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।

ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিমসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আইনজীবী থাকাকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আদালত প্রতিবেদক ছিলেন।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম