১২৮ অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন

উচ্চ আদালত
১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতির সমন্বয়ে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সূত্র জানায়, প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও সর্তকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হলো ।