১২৮ অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ৯:২৭ অপরাহ্ণ
উচ্চ আদালত

১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশ অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতির সমন্বয়ে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সূত্র জানায়, প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও সর্তকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে বলেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হলো ।