জামিন আদেশ কারাগারে যাওয়ার পরই মুক্তি পাবেন খালেদা জিয়া

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ১২ মার্চ, ২০১৮ ৩:২৩ অপরাহ্ণ
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ কারাগারে যাওয়ার পরই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার (১২ মার্চ) দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

এর পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে খালেদার জিয়ার রায়ের বিষয়ে আইনমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি নিয়ে গড়িমসি করছিল বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছিলেন। তবে তাদের এ অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। যদি এমন হতো তা হলে খালেদা জিয়া জামিন পেতেন না। আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কখনও এর মধ্যে হস্তক্ষেপ করেনি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।রায়ের দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।