এসসিএলএস আয়োজিত আন্তর্জাতিক আইনের ওপর মুট কোর্ট প্রতিযোগিতা ২৯ ও ৩০ জুন

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ৯ মে, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ

 

সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিস (এসসিএলএস) আন্তর্জাতিক আইনের ওপর মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে।

দ্বিতীয় বারের মতো আয়োজিত অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ স্মৃতি মুট কোর্ট প্রতিযোগিতা আগামী ২৯ ও ৩০ জুন অনুষ্ঠিত হবে। বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে।

এবারের প্রতিযোগিতার লক্ষ্য মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক আইনের প্রচার।

এর আগে, গত বছর প্রথমবারের মতো আয়োজিত অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ স্মৃতি মুট কোর্ট প্রতিযোগিতায় আটটির বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। সে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবারো এ মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিস (এসসিএলএস)।