ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে পথচারী আহত

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ

রাজেন্দ্রপুর-মাওয়া সড়কের পাশে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় জেলখানার নির্মাণাধীন প্রধান ফটক ভেঙে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (১৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে কেন্দ্রীয় জেলখানার প্রধান ফটকের কাজ চলছিল। সকালে হঠাৎ করে গেটটি ভেঙে পড়ে। এ সময় একজন পথচারী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।