সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড‌ভো‌কেট ওসমান গ‌ণি‌কে অপসারণ

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৮ ৫:৫১ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড‌ভো‌কেট ওসমান গ‌ণি‌কে অপসারণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সাতক্ষীরা জজ কোর্টে পৌঁছার পর তা‌কে অপসার‌ণের আ‌দেশ দেওয়া হ‌য়। একই আদে‌শে তার স্থলে পিপির দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে অতিরিক্ত পিপি অ্যাড‌ভো‌কেট তপন কুমার দাস‌কে।

আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (পিপি/জিপি) আবদুস সালাম মণ্ডল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়ে‌ছে, অ্যাড‌ভোকেট ওসমান গ‌ণির নিয়োগ প্রশাসনিক কারণে বাতিল করা হ‌য়ে‌ছে।