বিচার প্রশাসনের মহাপরিচালক বিচারপতি মূসা খালেদের চাকরির মেয়াদ বৃদ্ধি

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে পুনরায় অত্র প্রতিষ্ঠানের একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট আইন, ১৯৯৫ -এর ১১(২) ধারার ক্ষমতাবলে সরকার উক্ত প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি বিচারপতি খোন্দকার মূসা খালেদকে ২০ ফেব্রুয়ারি, ২০১৯ থেকে ১৯ মার্চ ২০২১ পর্যন্ত দুই বছরের জন্য পুনঃ নিয়োগের জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

তিনি এ পদে কর্মরত অবস্থায় হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।