‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবা : চলমান প্রক্রিয়া ও প্রত্যাশা’ শীর্ষক সভা কাল

সরকারি আইনি সেবা
সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবা : চলমান প্রক্রিয়া ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
আগামীকাল রোববার (৫ মে) বিকেলে সুপ্রীম কোর্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। এছাড়া অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুপ্রীম কোর্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।