অবকাশ শেষে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ৪:৫১ অপরাহ্ণ
উচ্চ আদালত

সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ১৩ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী ১৩ অক্টোবর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগের বিচারপতিরা সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সর্বোচ্চ আদালতের মূল ভবনের ভিতরের লনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।

একইসঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।