করোনার কারণে খালেদার মুক্তি চেয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২০ ২:১৬ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আজ সোমবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানানো হয়।

খালেদা জিয়া মুক্তি আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।