করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সুপ্রিম কোর্ট বারের লাইব্রেরিয়ান‌

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ২:০১ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন

সুপ্রিম কোর্ট বারের সহকারি লাইব্রেরিয়ান‌ মোঃ আসাদুজ্জামান আসাদ জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ মৃত্যু বরণ করেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন বলেন, ‘আসাদ জ্বরে আক্রান্ত হয়ে আজ মৃত্যু বরণ করেন। তিনি ঈদের পূর্ব পর্যন্ত নিয়মিত অফিস করেন এবং আইনজীবীদের ঋন সংক্রান্ত কাজে বার অফিসকে সহায়তা করেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আইনজীবী বন্ধুদের কাছে মরহুমের রুহের মাগফেরাত জন্য দোয়া করতে অনুরোধ করছি।’

এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) কাজে ব্যবহৃত অফিস কক্ষটি আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিস বন্ধের বিষয়টি সোমবার (১ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে নিশ্চিত করেন।