জাল সনদে আয়কর আইনজীবী, ঢাকা ট্যাকসেস বারে ৩ জনের সদস্য পদ বাতিল

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩৬ অপরাহ্ণ
মোঃ নুরুল আজহার, মোঃ মিজানুর রহমান, মোঃ মাসুদুর রহমান,

জাতীয় রাজস্ব বোর্ডের জাল আইটিপি সনদ ও বার কাউন্সিলের জাল সনদ দাখিল করে আয়কর আইনজীবী হিসেবে দীর্ঘদিন প্র্যাকটিস করছেন এমন ৩ জনের সদস্য পদ বাতিল করেছে ঢাকা ট্যাকসেস বার এ্যাসোসিয়েশন।

তারা হলেন যথাক্রমে- মোঃ নুরুল আজহার, সদস্য নং- N00025, মোঃ মিজানুর রহমান, সদস্য নং- K00072, মোঃ মাসুদুর রহমান, সদস্য নং- M00712।

বুধবার ১৭ ফেব্রুয়ারি ঢাকা ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সূফী মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা ট্যাকসেস বার এ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে জানান, সদস্যপদ বাতিল হওয়া এই ৩ জন দীর্ঘদিন ধরে আয়কর আইনজীবী হিসেবে সমাজে পরিচয় দিয়েছেন এবং এদের মধ্যে একজন মিডিয়া ব্যক্তিত্বও রয়েছেন।

তিনি আরও জানান, ভুয়া পরিচয়দারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।