৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৯ বছর, শেষ রক্ষা আর হয়নি

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ৯ জুন, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
গ্রেফতার (ছবি - প্রতীকী)

সিরাজুল ইসলাম(৪০)। একটি মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজা হয়েছিল তাঁর। ওই সাজা থেকে বাঁচতে নয় বছর ধরে পালিয়ে ছিলেন তিনি।

শেষ রক্ষা আর হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী উপজেলার গোয়ালপাড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, একটি মামলায় নয় বছর আগে সিরাজুল ইসলামের সাজা হয়। কিন্তু তিনি সাজা এড়াতে নয় বছর পালিয়ে বেড়ান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে হাজতে পাঠানো হবে।