সাবেক ডিআইজি-প্রিজন্স পার্থ গোপালের বিচারিক আদালতের জামিন বাতিল করেছেন হাইকোর্ট

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক

দুর্নীতি ও অর্থপাচার আইনে দুদকের করা মামলায় সাবেক কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করারও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।