সদ্য প্রয়াত অ্যাডভোকেট বাসেত মজুমদারের স্মরণসভা শনিবার

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অ্যাডভোকেট আবদুল বাসেত মজমুদার

গরীবের আইনজীবী খ্যাত সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মরহুমের পরিবারের যৌথ উদ্যোগে আগামী শনিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াই টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাসের মজুমদার গত ২৭ অক্টোবর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।