সদ্য প্রয়াত অ্যাডভোকেট বাসেত মজুমদারের স্মরণসভা শনিবার

সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অ্যাডভোকেট আবদুল বাসেত মজমুদার
গরীবের আইনজীবী খ্যাত সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মরহুমের পরিবারের যৌথ উদ্যোগে আগামী শনিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াই টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট আবদুল বাসের মজুমদার গত ২৭ অক্টোবর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।