প্রাথমিকে শিক্ষক বদলির প্রক্রিয়া চালু করতে আইনি নোটিশ

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
আইনি নোটিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের শূন্যপদের বিপরীতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির প্রক্রিয়া চালুর জন্য আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।

এক শিক্ষকের পক্ষে আজ সোমবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ৭৫ জনকে বিবাদী করা হয়েছে।

নোটিশ প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী সিদ্দিক উল্লাহ জানান, প্রাথমিক বিদ্যালয়ের দেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ শিক্ষক বদলির অপেক্ষায় আছেন। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষক বদলির সময়। তাই বদলি প্রক্রিয়া চালুর জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান আইনজীবী।