মিথ্যা তথ্য দিয়ে মামলা, বাদীকে জেলহাজতে পাঠালেন আদালত

কক্সবাজারের চকরিয়ায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় বাদীকে জেলহাজতে প্রেরণ করলেন আদালত।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব সোমবার (১৮ এপ্রিল) এ আদেশ দেন।
কারাগারে প্রেরণ করা ব্যক্তির নাম খুশি আক্তার। তিনি উপজেলার করাইয়াঘোনার আবদুল মজিদের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে পূর্বশত্রুতার জেরধরে অভিযুক্তরা বসতবাড়িতে ঢুকে হামলা ও হত্যার চেষ্টায় কুপিয়ে জখমের অভিযোগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়। চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা ওই ফৌজদারি অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারক তা চকরিয়া থানাকে এফআইআর (মামলা) হিসেবে নেয়ার নির্দেশ দেন।
এপ্রেক্ষিতে একই বছরের ৬ ফেব্রুয়ারি অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে নিবন্ধিত হয়। পরবর্তীতে মামলার তদন্ত প্রতিবেদনে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। ফলে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন আমলে নিয়ে মামলার বাদীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।