পুলিশ হেফাজতে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু, বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রতিবেদক : ল'ইয়ার্স ক্লাব বাংলাদেশ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২১ ২:২১ অপরাহ্ণ
ফাইল ছবি

বরিশালে মাদক মামলায় গ্রেফতার শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম রেজার পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মার্চ) এই আদেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, রেজা বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হামিদ খান সড়কের বাসিন্দা ও ব্যবসায়ী ইউনুছ মুন্সীর ছেলে।

তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য জাকির হোসেন মিন্টুর সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করে আসছিলেন।

মামলা থেকে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে ডিবি কার্যালয়ে তাকে পেটানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পরলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।